বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতে ফিনিশারের দায়িত্বে সৌম্য

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২১, ১১:২১

১০ মাস পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। বিশেষ করে দলের ব্যাটিংয়ের রূপরেখাই বদলাচ্ছে বেশি। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভাবনায় এই পরিবর্তন বেশ ইতিবাচক। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে জানালেন, ওপেনার সৌম্য সরকারকে এবার ‘ফিনিশার’-এর ভূমিকায় দেখতে পাঠিয়ে দিচ্ছেন লেট মিডল অর্ডারে।

তিনি বলেন, আপাতত সৌম্যকে নিয়ে যাওয়া হচ্ছে সাত নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ওপেনিং জুটি দারুণ সফল হওয়ায় সৌম্যর জন্য খুঁজতে হয়েছে বিকল্প, তামিম ও লিটনের ওপেনিং জুটির কারণে আমাদের টপ অর্ডার মোটামুটি প্রতিষ্ঠিত এখন। আমরা সম্ভবত সৌম্যকে মিডল অর্ডারে খেলিয়ে দেখতে পারি। ইনিংসের শেষ দিকে ঝড় তুলতে পারবে, এমন কাউকে খুঁজছি আমরা। শেষের দিকে মানানসই কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা তাই চালিয়ে যেতে হবে আমাদের।

এই ভূমিকায় সৌম্য সফল হবেন বলেও আশাবাদী ডমিঙ্গো, বিশ্বকাপে যাওয়ার আগে সবাই বিভিন্ন ভূমিকায় খেলবে। এরপরই আমরা ব্যাটিং লাইন আপ চূড়ান্ত করব। এই মুহূর্তে আমরা রিয়াদের (মাহমুদ উল্লাহ) সঙ্গে ইনিংস শেষ করার জন্য সৌম্যর দিকে তাকিয়ে আছি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে