বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন বিসিবির সাবেক সম্পাদক রাইসউদ্দিন

যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২১, ১২:২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন। অসুস্থ থাকায় কয়েকদিন আগে থেকেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার (২০ জানুয়ারি) মারা যান তিনি।

করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লাইফ সাপোর্টে নিয়েও শেষ পর্যন্ত বাাঁচানো যায়নি তাকে।

বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে জ্বলজ্বল করছে রাইসউদ্দিন আহমেদের নাম। তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর মেরিলিবোন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে, যার প্রতিপক্ষ ছিল ‘বাংলাদেশ’।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে