তামিমের পর ফিরে গেলেন সাকিবও

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ১৭:২৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১, ১৭:৩০

যাযাদি ডেস্ক

 

লক্ষ্য মাত্র ১২৩ রান। বাংলাদেশ এই রানটা সহজেই তুলে নেবে, এমনটাই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। প্রতিপক্ষে আলজারি জোসেফ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রতিষ্ঠিত বোলারদের কেউই নেই। এই রান বাংলাদেশের কত ওভারের মধ্যে তুলে নেবে, কত উইকেট হাতে রেখে তুলে নেবে – সেটিই তাই বড় প্রশ্ন।

 

খুব বড় জয় যে বাংলাদেশ পাচ্ছে না, সেটি অবশ্য নিশ্চিত হয়ে গেছে। এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

 

অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই শুরু করা তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে ভালো শুরু করেছিলেন লিটন দাস, কিন্তু মাঝে কয়েক ওভারে রান আটকে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে লিটন দাসের উইকেট।

 

৪৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার ১০ রান পরই আউট হয়ে গেছেন তিনে নামা নাজমুল হোসেনও। আর দারুণ ধৈর্য দেখিয়ে খেলতে খেলতেও ফিফটি পাওয়ার আগেই আউট হয়ে গেছেন তামিম ইকবাল। আর দলকে ১০০ পার করিয়ে দিয়ে আউট হয়ে গেছেন সাকিব আল হাসান।

 

মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৯ রানে, তার সঙ্গী মাত্রই ক্রিজে আসা মাহমুদউল্লাহ। তামিম আউট হয়েছেন ৪৪ রানে, সাকিব ফিরেছেন ১৯ রান করে।

 

যাযাদি/ এমডি