শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা

যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২১, ১৭:৫২
আপডেট  : ২০ জানুয়ারি ২০২১, ১৯:১২

লক্ষ্য মাত্র ১২৩ রান। বাংলাদেশ এই রানটা সহজেই তুলে নেবে, এমনটাই আশা ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। প্রতিপক্ষে আলজারি জোসেফ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রতিষ্ঠিত বোলারদের কেউ নেই। এই রান বাংলাদেশ কত ওভারের মধ্যে তুলে নেবে, কত উইকেট হাতে রেখে তুলে নেবে—সেটিই তাই ছিল বড় প্রশ্ন।

টিভি পর্দায় ওয়েস্ট ইন্ডিজ দলের বেশির ভাগ খেলোয়াড় দেখে অনেকে চিনতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রঙ্গ-রসিকতাও হয়েছে।

এক ম্যাচে ৬ জনের ওয়ানডে অভিষেক ঘটলে এই রসিকতার সঙ্গে একপেশে জয় আশা করেছিলেন সমর্থকেরা। ১২২ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে তার ছাপ দেখা গেল কতটুকু?

বোলিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু ব্যাটিং নিয়ে প্রশ্নটা আরও বাড়ল। শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিতেছে বাংলাদেশ।

প্রায় ১০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমে এই জয়টা অবশ্যই সন্তুষ্টির। কিন্তু এই জয়কে আতশ কাচে দেখলে ব্যাটিংয়ের খামতিটা স্পষ্ট হয়ে ওঠে।

দেখেশুনে খেলে ৪৭ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। লিটনের ব্যাটিং স্বাভাবিক ছিল না।

৩৭ বলে ১৪ রানে ফিরেছেন আকিল হোসেনের দারুণ এক ডেলিভারিতে। পুরোনো রোগের মতো এর দুই ওভার পরই মিড উইকেটে ক্যাচ অনুশীলন করিয়েছেন নাজমুল হোসেন শান্ত (১)। ভীষণ দৃষ্টিকটু ছিল তার আউট।

এই স্বল্প লক্ষ্য (১২৩) তাড়া করতে নেমে নিজেদের বিপদ বাড়ানো যে ঠিক হবে না, সে কথাটা মনে রাখতে কষ্ট-ই হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদের বলে তামিমের (৪৪) স্টাম্পিং মেনে নিতেও কষ্ট হওয়ার কথা ভক্তদের।

একেবারে সহজেই যে জিতে গেছে বাংলাদেশ, এমনটা বলা যাবে না। শীতের মেঘলা দিনে পুরো দিন ফ্লাডলাইটের নিচে খেলা হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, সবকিছুর প্রভাব পড়েছে পিচে। তার ওপর করোনাকে পাশ কাটিয়ে আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় না তৃতীয়—কোন সারির দল সে নিয়ে আলোচনা যতই চলুক, ৩০০-এরও বেশি দিন পর আন্তর্জাতিক ম্যাচে নামার আড়ষ্টতা তো একটু ছিলই বাংলাদেশের। সঙ্গে যোগ হলো কন্ডিশনও। তবু জয় দিয়ে ২০২১ শুরু করতে পেরেছে বাংলাদেশ।

৬ উইকেট আর ৯৭ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের ১২২ রান পেরিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন দায়িত্ব শুরু করা তামিম ইকবাল ওপেনিংয়ে নেমে ৪৪ রান করেছেন।

এর আগে সাকিব ৪ উইকেট, অভিষিক্ত হাসান মাহমুদ ৩ উইকেট আর উইন্ডিজ ইনিংসের শুরুতেই বৃষ্টি-বাধার আগে-পরে মোস্তাফিজুর রহমানের ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১২২ রানে। উইন্ডিজের হয়ে অভিষিক্ত কাইল মেয়ার্স ৪০ রান করেন, সাতে নামা রোভম্যান পাওয়েল করেন ২৮ রান। ষষ্ঠ উইকেটে এ দুজন গড়েছিলেন ৫৯ রানের জুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে