শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​লেভানদোভস্কির গোলে বায়ার্নের জয়

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২১, ১১:৫০

মাঝের ছন্দহীনতা কাটিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির একমাত্র গোলে আউক্সবুর্কের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে হান্স ফ্লিকের দল। বুন্ডেসলিগায় প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচের শুরুতেই জয়সূচক গোলটি করেন লেভানদোভস্কি।

বুন্ডেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে হারের পর জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় বায়ার্ন। সেই ধাক্কা কাটিয়ে গত রোববার লিগে ফ্রেইবুর্ককে হারিয়েছিল টানা আটবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে আউক্সবুর্কের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে বায়ার্ন। প্রথমার্ধেই গোলের উদ্দেশে ১৫টি শট নেয় তারা। ত্রয়োদশ মিনিটে স্পট কিকে একমাত্র গোলটি করেন লেভানদোভস্কি। আসরে পোলিশ স্ট্রাইকারের এটি ২২তম গোল; নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হলান্ডের চেয়ে ১০ গোল বেশি।

স্বাগতিক গোলরক্ষকের দৃঢ়তা আর বায়ার্নের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে ব্যবধান বাড়েনি। বিরতির ঠিক আগে লেভানদোভস্কির শট পোস্টে লেগে ফেরার পরের মিনিটে সুবিধাজনক জায়গা থেকে লক্ষ্যভ্রষ্ট হেড নেন সের্গে জিনাব্রি। প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শট নিতে না পারা আউক্সবুর্ক দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ভীতি ছড়ালেও জালের দেখা পায়নি।

সবচেয়ে ভালো সুযোগ আসে ৭৬তম মিনিটে। স্পট কিক পোস্টে মেরে হতাশ করেন ফরোয়ার্ড ফিনবোগাসন। ডি-বক্সে ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দের হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল আউক্সবুর্ক। ১৭ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৩৯। একই সময়ে ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনকে একই ব্যবধানে হারানো লাইপজিগ ৪ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। ৩২ পয়েন্ট নিয়ে তিনে বায়ার লেভারকুজেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে