যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি অলরাউন্ডারের হাতছানি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ১৪:১৮

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন বাংলাদেশি ক্রিকেটার শাকের আহমেদ।  শাকের আহমেদ একজন অলরাউন্ডার। বাঁ-হাতে ব্যাট করেন শাকের। বাঁ-হাতি স্লো অর্থোডক্স বোলার তিনি।  অনেকেই তাকে যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান বলেন।

 

সম্প্রতি ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার শাকের।

 

এ অসাধারণ অলরাউন্ডিং নৈপূণ্য দেখিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেলেন শাকের।

 

অনুশীলনের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড ইউএসএ ক্রিকেট।  সেই দলে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশি এ ক্রিকেটার।  এখন শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়

 

পারফরম্যান্স ধারাবাহিক থাকলে সে স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে তার।

 

শাকের আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে।  ২০১০ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাহমুদুল হাসানের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ।  এই দলের সদস্য ছিলেন শাকের আহমেদ।  বিশ্বকাপ শেষের পর পরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকের।

 

সেখানে গিয়েও ক্রিকেটকে ছাড়েননি।  বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন শহরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

 

২৮ বছর বয়সী শাকের বর্তমানে ‘ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট’ ক্লাবের হয়ে খেলছেন।

 

যাযাদি/ এমএস