টিম ম্যানেজমেন্টের সঙ্গে একান্ত আলোচনার পরই নিউ জিল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানালেন সাকিব আল হাসান। দলের ভেতরের খবর বাইরে কীভাবে আসে, সেটা নিয়েও বেশ বিস্মিত এই অলরাউন্ডার।
৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ দিকে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে এই সফরে নাও যেতে পারেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অব দা সিরিজ হওয়ার পর সাকিবকে প্রশ্ন করা হলো নিউ জিল্যান্ড সফর নিয়ে। কৌতূহল মাখা হাসিতে সাকিব বললেন, সিদ্ধান্তের সময় হয়নি এখনও।
“ দেখুন এই বিষয় নিয়ে টেস্ট সিরিজের পর (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ভালোভাবে আইডিয়া করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে এত আসে, সেটাও জানি না। এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট ও আমার একান্ত মিটিং যখন হবে, তখনই হয়তো বোঝা যাবে।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। এর দিন দশেক পরই নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd