শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫ ঘণ্টা ভ্রমণ শেষে ক্রাইস্টচার্চে তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪

নিউজিল্যান্ডের সঙ্গে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার বিকালে দেশ ছাড়ে টাইগাররা। দীর্ঘ ভ্রমণ শেষে ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে দেশটিতে পা রাখেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেল পাঁচটায় রওনা করে গোটা দল। বাংলাদেশ দলের বহনকারী বিমান ক্রাইস্টচার্চ পৌঁছছে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা পেতে চায় টাইগাররা। সেখানে ৩টি ওয়ানডের পর ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ওয়ানডে ৩টি মাঠে গড়াবে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর ৪টায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল ৭টায় হলেও পরের দুইটি হবে দুপুর ১২টায়। যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে