রুটের দুরন্ত ঘূর্ণি, ১৪৫ রানে গুটিয়ে গেল ভারত

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪

স্পোর্টস ডেস্ক

গোলাপি বলের টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছিল স্বাগতিক ভারত। সফরকারী ইংল্যান্ডকে মাত্র ১১২ রানে অলআউট করে ৩ উইকেট হারিয়ে ৯৯ রানে দিন শেষ করে বিরাট কোহলির দল।

 

বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। তবে ইংলিশ অধিনায়ক পার্টটাইমার জো রুটের স্পিন বিষে ধরাশায়ী স্বাগতিক শিবির। শেষ ৩১ রানে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে আলআউট হয়ে যায় ভারত।

 

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগের দিনে স্পিনেই ঘায়েল হয়েছিল ইংল্যান্ড। ভারতের দুই স্পিনার মিলে নিয়েছিলেন ৯ উইকেট। দ্বিতীয় দিনের উইকেটের চরিত্র পড়তে ভুল করেননি অধিনায়ক রুট। দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তিনি। এতেই পথ হারিয়ে বসে স্বাগতিক ব্যাটসম্যানরা।

 

দিনের প্রথম আঘাত হানেন স্পিনার লিচ। এদিন নিজের দ্বিতীয় ওভারেই সফল হন তিনি, লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান রাহানেকে। পরের ওভারেই রোহিতকে ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা দেন তিনি। ব্যক্তিগত ৬৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত।

 

এরপর দৃশ্যপটে আসেন স্পিনার রুট, একে একে ফেরান ভারতের শেষ পাঁচ ব্যাটসম্যানকে। ঋষভ পন্ত (১), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০), রবিচন্দ্রন অশ্বিন (১৭) ও জসপ্রিত বুমরাহকে (১) দ্রুত আউট দিয়ে পাঁচ উইকেটের স্বাদ পান রুট। ভারত গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে। এতে প্রথম ইনিংসে ৩৩ রানের লিড পায় ভারত।

 

ইনিংসের শেষ ৩১ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। মাত্র ৬ ওভার ২ বল করে ৮ রান খরচ করে পাঁচটি উইকেট নেন রুট। চার উইকেট নেন লিচ। ভারতের মতো ইংল্যান্ডের স্পিনাররাও ৯টি উইকেট তুলে নেন। একটি উইকেট নেন জোফরা আর্চার।

 

যাযাদি/ এস