বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​নেইমার নিয়ে মাঠে নামতে চায় পিএসজি

যাযাদি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২১

চোট কাটিয়ে দলে ফেরার পথে এক ধাপ এগিয়ে গেলেন নেইমার। পুরোপুরি সেরে ওঠার অংশ হিসেবে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন পিএসজি ফরোয়ার্ড। প্রত্যাশার চেয়েও তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানান দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে বাম অ্যাবডাক্টরে চোট পান নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে।

তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারায় পিএসজি। তবে পরের ম্যাচেই লিগে ঘরের মাঠে গত রোববার মোনাকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ২৯ বছর বয়সী নেইমার। তার সেরে ওঠার প্রক্রিয়ায় দল খুশি বলে দিজোঁ ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে জানান পচেত্তিনো।

“সে চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে।” “আজ সে একক অনুশীলন করেছে। মানসিকভাবে সে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। সেরে ওঠার পথে অনুমিত সময়ের মধ্যেই আছে সে।”

আগামী ১০ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। তবে আপাতত দিজোঁর বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ফেরার চ্যালেঞ্জ পচেত্তিনোর দলের সামনে।

লিগ ওয়ানে পয়েন্ট তালিকার তলানির দলের বিপক্ষে নেইমার ছাড়াও চোটের কারণে আনহেল দি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেস, আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি, মার্কো ভেরাত্তি ও মাউরো ইকার্দিকে পাবেন না পচেত্তিনো।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৪ পয়েন্টে পিছিয়ে পিএসজি। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর পয়েন্ট ৫৫।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে