শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামিম ইকবাল সেভেন রিংস সিমেন্টের ব্রান্ড আম্বাসেডর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল দেশের সেরা সিমেন্ট সেভেন রিংস সিমেন্টের ব্রান্ড আম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।

রোববার দুপুরে কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. আইমেন জাবেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সেভেন রিংস সিমেন্টের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর তাহমিনা আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের ডিরেক্টর অ্যান্ড সিইও শেখ রায়হান আহমেদ, ডিরেক্টর সাইফ রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অ্যান্ড কোম্পানি সেটারি মো. কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, চিফ মার্কেটিং অফিসার গৌতম চাটার্জী, হেড অব এম.এস.ডি মো. হারুন-উর-রশিদ, ডিজিএম ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশনস্ আতিক আকবরসহ সেভেন রিংস সিমেন্টের বিভিন্ন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষরের পর অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘সেভেন রিংস সিমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। সেভেন রিংস সিমেন্টই একমাত্র সিমেন্ট কোম্পানি যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আশা করি খুব শিগগিরই সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশের মার্কেট লিডার হবে।’

সেভেন রিংস্ সিমেন্টের ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে সেভেন রিংস সিমেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।’

যাযাদ/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে