শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​জামিনে মুক্ত বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ

যাযাদি ডেস্ক
  ০৩ মার্চ ২০২১, ১০:৩১

আটক হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

বার্তোমেউ ও তার সাবেক উপদেষ্টা হাউমে মাসফেরেরকে মঙ্গলবার কাতালুনিয়ার আদালতে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাদের জামিনে মুক্তি দেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। পরবর্তীতে তারা বিচারকের সামনে সাক্ষ্য দেবেন।

সোমবার লা লিগার দল বার্সেলোনার অফিসে তল্লাশির পর বার্তোমেউসহ কয়েক জনকে আটক করে কাতালান পুলিশ।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। এ বিষয়ে অভিযোগের আঙুল ছিল বার্তোমেউয়ের দিকে। যদিও তা অস্বীকার করেছিলেন তিনি। পুলিশের এই অভিযান সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়।

ওই ঘটনার দুই মাসের মধ্যে গত এপ্রিলে ক্লাবের দুর্বল ব্যবস্থাপনার কথা জানিয়ে এক সঙ্গে পদত্যাগ করেছিলেন ছয় জন পরিচালক। গত মৌসুম শেষে পরিস্থিতি হয় আরও ঘোলাটে। এক যুগে প্রথম ট্রফিশূন্য মৌসুম পার করা এবং লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ঘোষণার পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করতে বাধ্য হন বার্তোমেউ।

আগামী রোববার ক্লাবটিতে নতুন সভাপতি নির্বাচনে ভোট হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে