সাত ক্রিকেটার করোনায় আক্রান্ত, স্থগিত পিএসএল

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১৬:২৯

যাযাদি ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জৈব সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে গুরুতর প্রশ্ন তুলে স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সাত ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ার পর পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চালিয়ে যাওয়ার সাহস পায়নি পিসিবি।

 

সম্প্রতি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের টম বেন্টন, ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদ ও লুইস গ্রেগরির করোনা পজিটিভ হয়। পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এবারের পিএসএল আয়োজনে পিসিবি যে জৈব সুরক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে, তাতে বরাবরই একটা ঢিলেঢালা ভাব দেখা দিয়েছে। বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে পাকিস্তানি ক্রিকেটাররাও জৈব সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক মেনে চলেননি।

 

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হেড কোচ, সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন স্যামি আর ওয়াহাব রিয়াজ কিছুদিন আগেই জৈব সুরক্ষা ব্যবস্থা ভেঙেছিলেন। হোটেলের জৈব সুরক্ষার বাইরে গিয়ে তারা দুজন দেখা করেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির সঙ্গে। কিন্তু এ জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের ঘটনায় সাধারণত জৈব সুরক্ষা ভঙ্গকারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার বিধান রয়েছে। কিন্তু পিসিবি স্যামি আর রিয়াজকে কোয়ারেন্টিন ছাড়াই দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল। তাদের কোনো করোনা পরীক্ষারও মুখোমুখি হতে হয়নি। খেলোয়াড়দের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার অনুমতিও দিয়েছিল পিসিবি। স্বাস্থ্যবিধি না মেনে তাদেরও হোটেলের বাইরে যাওয়া, এমনকি গ্যালারিতে বসে খেলা দেখার অভিযোগও উঠেছে।

 

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে কথা বলে উদ্ভূত স্বাস্থ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকাকরণের দিকে মনোযোগ দেবে।’

 

যাযাদি/ এমডি