আইপিএলে প্রতি দলেই বাংলাদেশি ক্রিকেটার চায় রাজস্থান

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১৯:৪৬

যাযাদি ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে বাংলাদেশের বেশির ভাগ খেলোয়াড়দের কাছে আইপিএলের মঞ্চ রীতিমতো অধরা। হাতে গোনা কয়েকজন ক্রিকেটার ছাড়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বাকিরা সুযোগ পান না। খোদ রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বাল ঠাকুর মনে করেন, আইপিএলের প্রতিটি দলে অন্তত একজন করে বাংলাদেশি খেলোয়াড় রাখা উচিৎ।

 

বৃহস্পতিবার তিনি বলেন, ‘খেলোয়াড়ের নাম বলব না। এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ হতে পারে আইপিএলের মূল উৎস। আরও ৪-৫ জনকে যদি আমরা নিতে পারি এখান থেকে খুব ভালো হতো।’

 

সঙ্গে আরও যোগ করেন তিনি, ‘আইপিএলের নিয়মে একটা দল চারজন বিদেশি নেওয়া যায়। ৮টি দল একটা করে বাংলাদেশের খেলোয়াড় নিলেও ৮ জন বাংলাদেশের খেলোয়াড় হওয়া উচিত। কারণ পাকিস্তান তো নেই। এখানকার স্পিনার ও অলরাউন্ডাররা বেশ উৎসাহ দেওয়ার মতো।’

 

এবার রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে ১ কোটি ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে টেনেছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তবে মুস্তাফিজ শেষপর্যন্ত আইপিএল খেলতে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আইপিএলের আসন্ন মৌসুম যে সময় মাঠে গড়ানোর কথা, একই সময়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে।

 

রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান এই ব্যাপারে বলেন, ‘মুস্তাফিজ খুবই ভালো মানের পেসার। আমরা লক্ষ্য করলাম পেসাররা নতুন ট্রেন্ড হচ্ছে। আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ব বোধ করি। এবার নিলামে আমরা মুস্তাফিজের জন্য বিড করেছি, তাকে দলেও নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’

 

যাযাদি/ এমডি