করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আসছে সিরিজে। ছয় দিন পিছিয়ে গেছে পাকিস্তানের দলটির বাংলাদেশ সফর।
আগামী রোববার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। কিন্তু কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে চলছে এক সপ্তাহের লকডাউন। যে কারণে নতুন সূচিতে আগামী ১৭ এপ্রিল সফরে আসবে তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার বিবৃতিতে জানায়, দুই দেশের বোর্ড আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে ম্যাচ সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি।
আগের মতোই দুই দল একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডেতে মুখোমুখি হবে। পরিবর্তিত সূচিতে চার দিনের ম্যাচটি শুরু হবে আগামী ২৩ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
একই মাঠে আগামী ৩০ এপ্রিল, ২ ও ৪ মে হবে পাঁচ ওয়ানডের প্রথম তিনটি। পরের দুটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ৭ ও ৯ মে।
মহামারীকালে এটিই হতে যাচ্ছে বাংলাদেশ যুবাদের প্রথম সিরিজ।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd