​এবার বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী দারাজ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২১, ১৮:৫৭

যাযাদি ডেস্ক

 

এবার আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের টিম স্পন্সর হয়েছে আরেকটি শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, আজ থেকে (৭ এপ্রিল) দারাজের সঙ্গে টাইগারদের পথচলা শুরু, চলবে ৩০ নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত।

 

এবার খণ্ডকালীন স্পন্সর থেকে দীর্ঘমেয়াদি পথে হেঁটেছে বিসিবি। যেখানে তাদের পথচলার সঙ্গী হয়েছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। প্রায় আড়াই বছরের চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি নারী দল, এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে নিজেদের লোগো ব্যবহার করতে পারবে দারাজ। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে দলের কিটস পার্টনার।

 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দারাজকে বাংলাদেশ ক্রিকেটে স্বাগত জানিয়ে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে দারাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট হয়ে উঠেছে। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। দারাজ লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় গ্রাহক সেবা যেভাবে সরবরাহ করছে, বিশেষ করে করোনা মহামারির মধ্যে, তা সত্যিই প্রশংসনীয়।’

 

সুজন আরও যোগ করেন, ‘বিসিবি দারাজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংস্থার সঙ্গে চুক্তি করতে পেরে আনন্দিত। আমি দারাজকে এগিয়ে আসার জন্য এবং তাদের ব্র্যান্ডকে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই।’

 

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটি জন্য একটা শুভ মুহূর্ত। কারণ, দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়াটা দারুণ প্রশান্তি দেয়। জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা খেলার সাথে জড়িত আবেগ ও গৌরবের অংশ হলাম। আমরা অনাগত বছরগুলোতে অনেক সাফল্য উদযাপন করতে মুখিয়ে আছি।’

 

করোনার কারণে দীর্ঘদিন টিম স্পন্সর ছিল না বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোকে স্পন্সর হিসেবে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পন্সরের খোঁজ শুরু করে বিসিবি। এই সিরিজে ইভ্যালির সঙ্গে চুক্তি হয় তাদের। নিউজিল্যান্ড সিরিজ শেষে সে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দারাজকে পেয়ে স্বস্তি ফিরলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

 

যাযাদি/এসআই