বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন ক্রিকেটাররা

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ১৬:০৭

শ্রীলঙ্কা সফরের যাওয়ার আগে রোববার (১১ এপ্রিল) থেকে দলীয় অনুশীলন করবে বাংলাদেশ। তার আগে দেশব্যাপী চলা দ্বিতীয় ডোজের টিকা কর্মসূচিতে যোগ দিলেন ক্রিকেটাররা। নিলেন করোনার ভ্যাকসিন।

শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় একে একে আসেন সবাই। তামিম-সৌম্য সস্ত্রীক। ছিলেন তাইজুল, মিঠুন, তাসকিন, সাইফ, শরিফুল, মিরাজ, নাইম, মুগ্ধ, শান্ত, রাহী। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাতে দেশে আসেন জাতীয় ক্রিকেট দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো। এরপর তিনিও সকালে চলে আসেন হাসপাতালে। সাথে ছিলেন বাকি স্টাফরাও।

টিকা গ্রহণের শেষে দেশবাসীকেও টিকা নিতে আহ্বান জানান ক্রিকেটাররা।

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ বলেন, যাদের সুযোগ আছে তাদের সবার উচিত কোভিড টিকা নিয়ে নেয়া। আমরা সচেতন না হলে, এই মহামারি থেকে মুক্তি মিলবে না।

তিনি বলেন, আমরা প্রথম ক্রিকেটিং নেশন হিসেবে ভ্যাকসিন ডোজ কমপ্লিট করলাম। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে