শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার লিগ থেকে বেরিয়ে গেল ৬ ইংলিশ ক্লাব

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২১, ১০:৫৬

শুরুর আগেই ভেঙে পড়ার মুখে ইউরোপিয়ান সুপার লিগ। বিদ্রোহী তকমা পাওয়া এ লিগ থেকে প্রিমিয়ার লিগের ছয়টি দলই বেরিয়ে গেছে। ছয়টি দল হলো ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম।

সুপার লিগ থেকে প্রথমে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার সিটি। এরপর চেলসিও বেরিয়ে যাওয়ার বিষয়টি জানায়। এরপর একে একে আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম তাদের অনুসরণ করে। শুধু তাই নয়, এমন ভুল সিদ্ধান্ত নেওয়া ক্ষমাও চেয়েছে আর্সেনাল।

গত রবিবার ১২ দলের সুপার লিগ ঘোষণা করা হয়। সুপার লিগের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। 'ফুটবলকে বাঁচাতে' এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি আয়োজক কর্তৃপক্ষের। তবে এমন উদ্যোগের কঠোর সমালোচনা করেছে ফিফা ও উয়েফা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে