বাবরকে টপকালেন লোকেশ রাহুল

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১১:২৮

যাযাদি ডেস্ক

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাঞ্জাব কিংস। সে ম্যাচে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল। তবে তাতেই দূর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন রাহুল, পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রাহুল, যা করতে তার লেগেছে মাত্র ১৪৩ ইনিংস। ৫ হাজার রান করতে বাবরের লেগেছিল ১৪৫ ইনিংস। পাকিস্থানি অধিনায়কের পাশাপাশি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও  শন মার্শকেও টপকে গেছেন রাহুল।

 

তবে দ্রুততম ৫ হাজার টি-টোয়েন্টি রানের রেকর্ডটি এখনো ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের দখলে। ৫ হাজার রান করতে ইউনিভার্স বসের লেগেছিল মাত্র ১৩২ ইনিংস।

 

দ্রুততম ৫০০০ রান (ইনিংসের সংখ্যায়):

 

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংস

 

কেএল রাহুল (ভারত) – ১৪৩ ইনিংস

 

শন মার্শ (অস্ট্রেলিয়া) – ১৪৪ ইনিংস

 

বাবর আজম (পাকিস্তান) – ১৪৫ ইনিংস

 

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৯ ইনিংস

 

যাযাদি/এসএইচ