করোনা আক্রান্ত দুই কেকেআর খেলোয়াড়, স্থগিত ম্যাচ

প্রকাশ | ০৩ মে ২০২১, ২১:২১

যাযাদি ডেস্ক

করোনার থাবা অবশেষে পৌঁছে গেছে আইপিএলের কঠোরভাবে পালনীয় বায়ো-সিকিউর পরিবেশেও। সর্বশেষ টেস্টে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যে কারণে আহদাবাদে আজ অনুষ্ঠিতব্য বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিলো আইপিএল গভর্নিং কাউন্সিল।

 

কেকেআরের দুই খেলোয়াড় স্পিনার বরুন চক্রবর্তী এবং পেসার সন্দিপ ওয়ারিয়রের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর সাপোর্ট স্টাফসহ পুরো কেকেআর দলটিকেই আইসোলেশনে রাখা হযেছে।

 

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় লেগে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল কলকাতা নাইটরাইডার্সের। কিন্তু তার আগেই দুই নাইট ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় আজকের (সোমবার) ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টুর্নামেন্টের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়ে, কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দিপ ওয়ারিয়রের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

 

যাযাদি/এসআই