শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ গোল দিয়ে ঘুরে দাঁড়াল আবাহনী

যাযাদি ডেস্ক
  ০৪ মে ২০২১, ১৯:২৪

আগের ম্যাচে পুলিশ এফসির সঙ্গে জিততে জিততে ড্র করেছিল আবাহনী। তবে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে এসে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিততে কোনও সমস্যাই হয়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। বরং গোপিবাগের দলটিকে গোলবন্যায় ভাসিয়েছে আকাশি-নীল জার্সিধারিরা। হারিয়েছে ৫-২ গোলে।

আবাহনী ১৪ ম্যাচে অষ্টম জয়ে ২৯ পয়েন্ট পেয়ে টেবিলের তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে শেখ জামালেরও পয়েন্ট সমান। তবে গোল পার্থক্যে শেখ জামাল দ্বিতীয় স্থানে। অন্যদিকে রেলিগেশনের দিকে যাওয়া ব্রাদার্স ১৪ ম্যাচে ১১তম হার দেখলো। আগের ৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে তাদের অবস্থান ১২ নম্বরে।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ব্রাদার্সকে চেপে ধরে মারিও লেমসের শিষ্যরা। বিশেষ করে একের পর এক সেট পিস থেকে গোল করার চেষ্টা চালিয়েছে তারা। ডিফেন্সিভ খেলেও শেষরক্ষা হয়নি কমলা জার্সিধারীদের। প্রথমার্ধেই বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে থাকে। প্রথম দুটি গোলের পেছনে অবশ্য ডিফেন্ডার রায়হানের অবদান আছে। তার নেওয়া লম্বা থ্রো-ইন থেকে গোল এসেছে।

২২ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে সানডে হেডে সমর্থকদের মুখে হাসি ফোটান। ৩৯ মিনিটে এই ডিফেন্ডারের অ্যাসিস্টেই নাসিরউদ্দিন হেডে ব্যবধান দ্বিগুণ করেন।

৪৪ মিনিটে অগাস্তোর কর্নারে বেলফোর্টের হেড গোলকিপার ফিরিয়ে দিলে জুয়েল রানা টোকায় লক্ষ্যভেদ করতে কোনও ভুলই করেননি।

বিরতির পরও আবাহনীর আক্রমণে তেজ কমেনি। ৪৮ মিনিটে সানডের শট পোস্টে লেগে ফিরে আসে। ৬২ মিনিটে স্কোরলাইন ৪-০ হয়। সানডের পাস ধরে বক্সে ঢুকে কেরভেন্স বেলফোর্ট গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।

মাঝেমধ্যে প্রতি আক্রমণে উঠে এসে ব্রাদার্স সফলও হয়েছে। ৭৭ মিনিটে যেমন নাইজেরিয়ান আওলা মাগালান স্কোরলাইন ৪-১ করেন। পরের মিনিটে বদলি নেমে রুবেল মিয়া গোলকিপারের মাথার ওপর দিয়ে গোল করে আবাহনীকে বড় ব্যবধানে জিততে সাহায্য করেন।

যদিও ইনজুরি সময়ে পেনাল্টি থেকে ব্রাদার্সের আরও একটি গোল শোধ দেন আওলা মাগালান।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে