​রোমার কোচ হচ্ছেন হোসে মরিনহো

প্রকাশ | ০৪ মে ২০২১, ২০:৪৯

যাযাদি ডেস্ক

 

ইতালিয়ান ক্লাব রোমা জানিয়েছে, আসছে মৌসুমে কোচ হিসেবে তাদের ডাগ আউট সামলাবেন হোসে মরিনহো।

 

১৯ এপ্রিল এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এরপর খুব বেশিদিন বেকার রইলেন না তিনি। এক মাস না যেতেই নতুন চাকরি খুঁজে নিলেন মরিনহো।

 

রোমার পক্ষ থেকে মঙ্গলবার টুইট বার্তায় মরিনহোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়, ‘ক্লাব অনেক আনন্দিত যে আমাদের নতুন কোচ হিসেবে হোসে মরিনহো ২০২১-২২ মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছেন।’

 

রোমায় মরিনহো স্থলাভিষিক্ত হবেন পাওলো ফনসেকার। চলতি মৌসুম শেষে রোমার দায়িত্ব ছাড়বেন তিনি। ২০১৯ সাল থেকে সিরি আর দলটির কোচ হিসেবে আছেন সাবেক এই সেন্টার-ব্যাক।

 

রোমার সমর্থকদের উদ্দেশ্যে ইন্সটাগ্রামে বার্তা দিয়েছেন মরিনহো। তাকে নিয়োগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মালিকপক্ষকেও, ‘মালিকপক্ষ ও তিয়াগো পিন্তোর সঙ্গে আলোচনার পরই আমি তাদের সুদূরপ্রসারী লক্ষ্য বুঝতে পেরেছিল। একইরকম উচ্চাশা ও আকাঙ্খা আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সফল পরিকল্পনা সাজাতে চাই।’

 

যাযাদি/এসআই