​পেনাল্টি মিসের জন্য ক্ষমা চাইলেন আগুয়েরো

প্রকাশ | ০৯ মে ২০২১, ২১:২৬

যাযাদি ডেস্ক

আগুয়েরোর পেনাল্টিটা গোল হলেই যে ম্যানচেস্টার সিটির লিগ শিরোপা উদ্ধার হয়ে যেত; তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তবে একটা দারুণ সুযোগ নষ্ট হয়েছে। দুই গোলে পিছিয়ে পড়লে চেলসির পক্ষে ম্যাচে ফেরা কঠিন হয়ে যেত। বিষয়টা ভালো মতোই অনুধাবন করতে পেরেছেন সার্জিও আগুয়েরোও। হয়তো এ কারণেই অনুশোচনায় পুড়ছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

 

চেলসির কাছে ২-১ গোলের হারের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।তাই বলে সিটির শিরোপা জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। রোববার সন্ধ্যায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হারলেই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। আর ম্যানইউ কোনো ম্যাচ না হারলেও সিটি তাদের বাকি তিন ম্যাচের একটি জিতলেও চলবে। এর পরও সুযোগ নষ্টের যন্ত্রণায় পুড়ছেন আগুয়েরো। ম্যাচের পর তিনি টুইট করেন, 'পেনাল্টি মিসের জন্য সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওভাবে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা বাজে ছিল। এর পুরো দায়ভার আমার।' তার পোস্টের নিচেই রাহিম স্টার্লিং সহমর্মিতা জানিয়েছেন, 'ব্যাপার না, বন্ধু। হারের জন্য আমরা সবাই দায়ী। আমরা আবারও নিজেদের ভুল শুধরে এগিয়ে যাব।'

 

কার সিদ্ধান্তে আগুয়েরো 'পানেনকা' শট নিয়েছিলেন, ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে আগুয়েরোর কাঁধেই দায় চাপিয়েছেন কোচ, 'এটা সম্পূর্ণ তার (আগুয়েরো) সিদ্ধান্ত। যে পেনাল্টি নেয় সে সিদ্ধান্ত নেয় শটটা কীভাবে মারবে।' অবশ্য পরক্ষণেই শিষ্যের পাশে দাঁড়িয়েছেন গার্দিওলা, 'মিস করেছে দেখে আপনারা কত কিছু বলছেন। গোল করলে বলতেন কী জিনিয়াস! এটাই বাস্তবতা।'

 

যাযাদি/এসআই