ম্যানইউর জয়ে অপেক্ষা বাড়ল ম্যানসিটির

প্রকাশ | ১০ মে ২০২১, ১০:৫৪

যাযাদি ডেস্ক

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে গোল হজম করেও ঠিকই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রেড ডেভিলসরা ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।

 

এই ম্যাচে ম্যানইউ হারলে লিগের শিরোপা নিশ্চিত হতো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। সেটি আর হলো না। অপেক্ষা বাড়ল গার্দিওলা শিবিরের। অন্য দিকে এই জয়ে লিগে শীর্ষ চারের জায়গা নিশ্চিত করল ম্যানইউ।

 

বার্মিংহ্যামের ভিলা পার্কে ২৪ মিনিটে বারট্রান্ড ট্রাউরের গোলে প্রথমে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের পেনাল্টিতে সমতায় ফেরে ম্যানইউ (১-১)।

 

৫৬ মিনিটে গ্রিনউডের গোলে লিড নেয় ম্যানইউ। ৮৭ মিনিটে ম্যানইউর জয় সুনিশ্চিত করেন এডিনসন কাভানি (৩-১)। দুই মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় অ্যাস্টন ভিলা। ম্যানইউর ডি-বক্সে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অলি ওয়াটকিন্স। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

 

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা ম্যানইউ ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে লেস্টার সিটি।

 

যাযাদি/এসএইচ