বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোপা আমেরিকা: ভেনিজুয়েলা দলে ১২ জন করোনা আক্রান্ত

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ১০:১০

কোপা আমেরিকার বল মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেলো ভেনিজুয়েলা জাতীয় ফুটবল দল। lদলটির খেলোয়াড় এবং স্টাফসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে কোপা আমেরিকার আয়োজকদের তরফ থেকে এমন খবর সামনে এলো।

ভেনিজুয়েলা দলের পক্ষ থেকেও ঘটনার সত্যতা স্বীকার করে এক বিবৃতি জানানো হয়েছে, ‘আমাদের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবাইকে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে’।

১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিলো। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন। আর্জেন্টিনায় করোনা। খেলা গেলো ব্রাজিলে। তারা লুফে নিলো দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। মাঠে গড়ানোর আগে ব্রাজিলের আদালত পর্যন্ত গড়ায় ফুটবল। আজ উদ্বোধনী খেলা রাত আড়াইটায় মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল এবং ভেনিজুয়েলা। কোপার গত আসরও হয়েছিল ব্রাজিলে। চ্যাম্পিয়নও ব্রাজিল।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে