শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের নতুন চ্যাম্পিয়ন ক্রেচিকোভা

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ১০:৪৬

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাসই হয়ে গেল। কোনোদিন মেজর কোনো টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডই এর আগে পার করতে পারেননি চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। পঞ্চমবারে এসে তিনিই ফ্রেঞ্চ ওপেনের নারীদের বিভাগের নতুন চ্যাম্পিয়ন।

শনিবার রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। তিনিও প্রথমবারের মতো উঠেছিলেন ফাইনালে। তিন সেটের ম্যাচে ৬-১, ২-৬ ও ৬-৪ গেমে তাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন ক্রেচিকোভা।

শিরোপা জয়ের পর ক্রেচিকোভা বলেন, ‘আমি খুবই আনন্দিত। জয়টা উপভোগ করতে পেরেছি। সত্যিই আমি খুব খুশি। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। কারণ একটু আগে যা ঘটে গেল, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না, গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।’

রোববার আরও এক শিরোপা জয়ের হাতছানি ক্রেইচিকোভার সামনে। ডাবলসের ফাইনালে কেটেরিনা সিনিয়াকোভার সঙ্গে জুটি বেঁধে গ্র‍্যান্ডস্ল্যাম জেতার সুযোগ রয়েছে তার। চ্যাম্পিয়ন হলে ২১ বছরে প্রথম নারী খেলোয়াড় হিসেবে সিঙ্গেলস ও ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। এর আগে এমন কীর্তি ছিল কেবল মেরি পিয়ার্স।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে