নিষেধাজ্ঞায় সাকিব, মোহামেডানের নেতৃত্বে শুভাগত

প্রকাশ | ১৩ জুন ২০২১, ১২:১৮

যাযাদি ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আম্পায়ারের সঙ্গে আশোভন আচরণ করে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি।

 

এমন অপরাধে শনিবার তাকে তিনটি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সংগঠন সিসিডিএম।

 

সাকিব নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। রবিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন আবাহনীর বিপক্ষে জয়ের নায়ক শুভাগত। তবে টস জিততে পারেননি তিনি। ডিওএইচএস অধিনায়ক মোহাইমিনুল খান সৌরভ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

 

যাযাদি/এসএইচ