শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডের নিয়ন্ত্রণে বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ১৮ জুলাই ২০২১, ১৫:৫৫

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মজবুত অবস্থানে আছে বাংলাদেশ। সফরকারী দলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি জিম্বাবুয়ে। দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিক দল।

সেখান থেকে ব্রেন্ডন টেইলরের ব্যাটে কিছুক্ষণ লড়াই করে জিম্বাবুয়ে। ৪৬ রান করে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক।

২৫তম ওভারের দ্বিতীয় বলে শরিফুল ইসলামের বলে হিট উইকেট হন তিনি।

এর আগে, হারারেতে প্রথম ওভারে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে আউট করেন টিনাশে কামুনহুকোয়ামেকে।

তার অফস্টাম্পে পড়া খাটো লেংথের বলকে কাট করতে যেয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন জিম্বাবুইয়ান ওপেনার।

এরপরের সাফল্য আসে ষষ্ঠ ওভারে। নিজের প্রথম ওভারে সাফল্য পান মেহেদী মিরাজ।

পঞ্চম বলে বোল্ড করেন টাডিওয়ানাশে মারুমানিকে। মিরাজের স্ট্রেইট বলে ক্রস ব্যাটে চালাতে যেয়ে নিজের স্টাম হারান তিনি। ১৩ রান করে বিদায় নেন এই ওপেনার।

রেগিস চাকাবভা ও অধিনায়ক টেইলর দলের হাল ধরেন। প্রায় ১০ ওভার অবিচ্ছিন্ন থেকে ৪৭ রান যোগ করেন বোর্ডে।

এই জুটিকে ভাঙ্গেন সাকিব আল হাসান। ১৬তম ওভারের চতুর্থ বলে বিশ্বসেরা অলরাউন্ডারের বলের লাইন মিস করেন চাকাবভা। বল তার প্যাডে লেগে আঘাত হানে স্টাম্পে। ৮০ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩২ বলে ২৬ রান করে আউট হন চাকাবভা।

সিরিজের প্রথম ম্যাচ ১৫৫ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ আগে সিরিজ নিজেদের করে নেবে সফরকারী দল।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে