​৬ মাস পর ফিফটি পেলেন সাকিব

প্রকাশ | ১৮ জুলাই ২০২১, ২০:০৪

যাযাদি ডেস্ক

 

দীর্ঘদিন পর অবশেষে ব্যাটে রানের দেখা পেলেন ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডেতে দলের বিপদের মুহূর্তে তুলে নিয়েছেন ফিফটি।

 

এর আগে সবশেষ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। তারপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচে করেছেন মোটে ৩৮ রান। এরপর আবারো পেলেন রানের দেখা। জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ম্যাচে ফিফটি তার ক্যারিয়ারের ৪৯তম।

 

২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৫টি ফিফটি ও ২টি সেঞ্চুরি হাঁকানো সাকিব কিছুদিন পরই নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল বছরের অক্টোবর থেকে আবারো জাতীয় দলে ফিরলেও, বেশ কিছুদিন রানের দেখা পাচ্ছিলেন না। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার।

 

তবে বল হাতে এই সময়ে উজ্জ্বল ছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ম্যাচে ৫ উইকেট তুলে নেয়ার পর, ২য় ম্যাচেও তুলে নেন ২টি উইকেট।

 

দীর্ঘদিন পর আবারো তার ব্যাট আশা জাগাচ্ছে। এই ম্যাচে জিততে হলে এই মুহূর্তে সাকিবের বড় ইনিংস খেলার যে আর কোন বিকল্প নেই!

 

যাযাদি/এসআই