শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘মেসির অবসরের পর বার্সার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হোক’

যাযাদি ডেস্ক
  ২৭ জুলাই ২০২১, ১৯:৫৩

বার্সার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর বিশ্বাস, আরও কয়েক বছর ক্যাম্প ন্যুয়েই থাকবেন লিওনেল মেসি। শুধু কি তাই, তিনি চান, মেসি অবসর নেওয়ার পর বার্সার ১০ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানো হোক।

প্রসঙ্গত, গত মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসির। সেই থেকে এখনও নতুন চুক্তির কোনো ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে কাতালান জায়ন্টরা।

মজার ব্যাপার হচ্ছে, একসময় বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরেই খেলতেন রোনালদিনহো। তার বিদায়ের পর মেসির দখলে যায় বিখ্যাত জার্সিটি। এ ব্যাপারে সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাফ কথা, ‘মেসি যখন বার্সা থেকে অবসর নেবে, তখন তার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো উচিত। কেউ যেন জার্সিটিকে স্পর্শ করতে না পারে।’

ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়ের সম্মানে নির্দিষ্ট নম্বরের জার্সিকে অবসরে পাঠানোর ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ইতালিয়ান জায়ান্ট নাপোলি তাদের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছিল।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে