শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁতারে নতুন রানি অস্ট্রেলিয়ার টিটমাস

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২১, ১০:২৪

অলিম্পিকের সাঁতারের পুলে নতুন রানির আর্বিভাব ঘটেছে। অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সি সাঁতারু আরিয়ার্ন টিটমাস আক্ষরিক অর্থেই মেয়েদের ইভেন্টের মুকুটটা কেড়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকির কাছ থেকে। গত সোমবার ৪০০ মিটার ফ্রি-স্টাইলে পাঁচবারের স্বর্ণজয়ী লেডেকিকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন টিটমাস। গতকাল ২০০ মিটার ফ্রি-স্টাইলের ফাইনালেও সেরা তিনি।

টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে শেষ ২৫ মিটারে দারুণ নৈপুণ্য দেখিয়ে সোনার পদক জিতেন টিটমাস। অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হন তিনি। গতকাল ১ মিনিট ৫৩ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন এ অস্ট্রেলিয়ান। এ ইভেন্টে আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের অ্যালিসন স্মিটের। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১ মিনিট ৫৩ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।

হংকং চীনের শিভন বের্নাডেট হোহি রুপা জিতেছেন ১ মিনিট ৫৩ দশমিক ৯২ সেকেন্ড নিয়ে। ১ মিনিট ৫৪ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেন কানাডার পেনি ওলেকসিয়াক। এ ইভেন্টে পঞ্চম হয়েছেন লেডেকি। টোকিওতে ৪৮ ঘণ্টায় দুটি স্বর্ণ জিতলেন টিটমাস। অন্যদিকে নিজের ব্যক্তিগত ইভেন্টের তিনটিতেই হেরে গেছেন ২৪ বছর বয়সি লেডেকি। টিটমাস অবশ্য নিজের ঝুলিতে আরো পদক যোগ করার সুযোগ পাচ্ছেন। চলতি আসরেই টিটমাস-লেডেকির আবারও সাক্ষাত্ হতে পারে। ৮০০ মিটার ফ্রি-স্টাইলে মুখোমুখি হতে পারেন তারা। এছাড়া চার গুণিতক ২০০ মিটার রিলেতেও তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাসমানিয়া থেকে উঠে আসা টিটমাস দেশের হয়ে চমক দেখাচ্ছেন ক্রমাগত। গতকাল স্বর্ণ জয়ের পর তিনি বলেছেন, ‘তাসমানিয়ার ছোট একটি শহর থেকেই আমি এসেছি এবং এই সাফল্য দেখাচ্ছি, যদি নিজের ওপর বিশ্বাস থাকে যে, কিছু করা সম্ভব, চেষ্টা করতে থাকলে নিশ্চিতভাবেই সে কাজটি করতে পারবে।’

পরপর দুই ইভেন্টে স্বর্ণ জিতলেও টিটমাস এখন তাকিয়ে আছেন পরবর্তী ইভেন্টগুলোর দিকে। আবেগ সংবরণ করে সেদিকেই মনোযোগ দিচ্ছেন তিনি। গতকাল বলেছেন, ‘আমি এখন রিলে ও ৮০০ মিটার নিয়ে ভাবছি। অতি বেশি উদ্যাপন করে মিটের বাকিটা নষ্ট করতে চাই না।’

রিও অলিম্পিকে কেটি লেডেকি জিতেছিলেন চারটি স্বর্ণ। এবার একের পর এক স্বর্ণ হারাচ্ছিলেন তিনি। গতকাল মেয়েদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে সেরা হয়েছেন লেডেকি। ১৫ মিনিট ৩৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন এ ২৪ বছর বয়সি মার্কিন সাঁতারু। ব্যক্তিগত ও দলীয় মিলে অলিম্পিকে ষষ্ঠ স্বর্ণ জিতলেন তিনি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে