​বিশ্বরেকর্ড গড়ে মিশ্র রিলের সোনা গ্রেট ব্রিটেনের

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১১:০৫

যাযাদি ডেস্ক

 

চীনকে হারিয়ে সাঁতারের ১০০ মিটার মিশ্র রিলেতে সেরা হয়েছে গ্রেট ব্রিটেন। সোনা জয়ের সঙ্গে এ ইভেন্টে চীনের গড়া আগের বিশ্বরেকর্ডও ভেঙেছে তারা।

 

টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে শনিবার ৩ মিনিট ৩৭ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ডটি গড়ে গ্রেট ব্রিটেন। দলগত এই ইভেন্টের আগের রেকর্ডটি (৩ মিনিট ৩৮ দশমিক ৪১ সেকেন্ড) ২০২০ সালে কিংদাওয়ে গড়েছিল চীন।

 

বিশ্বরেকর্ড হারানো চীন ৩ মিনিট ৩৮ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে এবার পেয়েছে রুপা। অস্ট্রেলিয়া ব্রোঞ্জ পেয়েছে ৩ মিনিট ৩৮ দশমিক ৯৫ সেকেন্ড টাইমিং করে। দুই দিন আগে হিটে ৩ মিনিট ৩৮ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিল গ্রেট ব্রিটেন। মূল মঞ্চে বাজিমাত করল তারাই।

 

যাযাদি/এসএইচ