​ অলিম্পিকে অ্যাথলেটিকসে প্রথম স্বর্ণপদক জিতেছে পুয়ের্তো রিকো

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ১২:৩১

যাযাদি ডেস্ক

 

 

টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে প্রথম স্বর্ণপদক জিতেছে পুয়ের্তো রিকো। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে জেসমিন কামাচো-কুইনের হাত ধরে এসেছে এ স্বর্ণপদক।

 

এটি জেসমিনের প্রথম অলিম্পিক স্বর্ণপদক। বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসনকে হারিয়ে দিয়েছেন জেসমিন। ২৪ বছর বয়সী অ্যাথলেট জেসমিন সময় নিয়েছেন ১২.৩৭ সেকেন্ড।

 

টোকিও অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত মেয়েদের ১০০ মিটার হার্ডলসে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসন। তিনি সময় নিয়েছেন ১২.৫২ সেকেন্ড। কেন্দ্রার চেয়ে ০.০৩ সেকেন্ড পিছিয়ে থাকা জ্যামাইকার মেগান ট্যাপার জিতেছেন ব্রোঞ্জ।

 

সব প্রতিযোগিতা মিলিয়ে অলিম্পিকে পুয়ের্তো রিকোর এটা দ্বিতীয় সোনা। এর আগে টেনিসে ২০১৬ অলিম্পিকে সোনা জিতেছিলেন মনিকা পুইগ।

 

যাযাদি/ এমডি