বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্বাসরুদ্ধকর জয়ের পর রাজস্থান অধিনায়কের জরিমানা

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪

চার ক্যাচ মিসের মাশুল দিয়ে ম্যাচটি প্রায় হাতছাড়াই করে ফেলেছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু মোস্তাফিজুর রহমান ও কার্তিক তিয়াগির শেষ দুই ওভারের অবিশ্বাস্য বোলিংয়ে শ্বাসরুদ্ধকর এক জয়ই পেয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তবে পাঞ্জাব কিংসকে ২ রানে হারানোর পর উদযাপন শেষে দুঃসংবাদই পেতে হয়েছে রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনকে। তিনি ধরা পড়েছেন স্লো ওভার রেট আইনে। তবে এটিই মৌসুমে প্রথম অপরাধ হওয়ায় শাস্তির মাত্রা বড় হয়নি।

ম্যাচ শেষে আইপিএলের নিয়ম মোতাবেক ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে সানজু স্যামসনকে। চলতি মৌসুমে পুনরায় স্লো ওভার রেটে ধরা পড়লে শাস্তির মাত্রা আরও হবে। তখন দলের অন্যান্য খেলোয়াড়দেরও গুনতে হবে জরিমানা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেধে দেয়া থাকে। এর বাইরে ৫-৭ মিনিট পর্যন্ত মেনে নেন ম্যাচ রেফারিরা। কিন্তু মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০ ওভার শেষ করে রাজস্থানের সময় লেগেছে প্রায় ১১০ মিনিট। এ কারণেই মূলত শাস্তির মুখোমুখি হতে হলো অধিনায়ক সানজুকে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে