সুয়ারেজের জোড়া গোলে অ্যাটলেটিকোর জয়

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৯

যাযাদি ডেস্ক

উরুগুইয়ান স্ট্রাইকারের জোড়া গোলে লা লিগায় জয়ের ধারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের বিপক্ষে তিন পয়েন্ট তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লিগ টেবিলের শীর্ষে দিয়েগো সিমিওনের দল। ৬ ম‍্যাচে গতবারের চ‍্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১৪। এক ম‍্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৩। পয়েন্ট টেবিলে চার ম‍্যাচে আট পয়েন্ট নিয়ে আট নম্বরে আটকে বার্সেলোনা। মঙ্গলবার রাতে এস্তাদিও কলিসিয়াম অ্যালফন্সো পেরেজে শেষ ১২ মিনিটে সুয়ারেজের জোড়া গোলে ২-১ গোলে গেটাফেকে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

১০ জনের গেটাফেকে পেয়ে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরল অ্যাটলেটিকো। বিরতির ঠিক আগে গোল করে দলকে এগিয়ে দেয় স্টিফেন মিত্রভিচ। কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে কার্লেস এলিনা লালকার্ড দেখায় ১০ জন হয়ে যায় লস আজুলোনসরা। তাতেই ম্যাচে কামব্যাক করার সুযোগ পায় অ্যাটলেটিকো। ৭৮ মিনিটে ১-১ করেন সুয়ারেজ। যখন মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে, ঠিক তখনই আবার ত্রাতা হয়ে আসেন তিনি। ম্যাচের ইনজুরি টাইমে জয়সূচক গোল করে এটিএমকে তিন পয়েন্ট এনে দিলেন সুয়ারেজ।

 

ম্যাচ শেষে কোচ সিমিওনে বলেন, 'প্রথমার্ধে আমাদের মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। পিছিয়ে পড়ার আগে পর্যন্ত ম্যাচে প্রাণ ছিল না। বিরতির পর আমরা ছন্দ ফিরে পাই। আক্রমণের ঝাঁঝ বাড়ে।'

 

যাযাদি/এসএইচ