বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হঠাৎ মাঠে নামল হেলিকপ্টার, দৌঁড়ে পালালেন খেলোয়াড়রা!

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮

ঘটনাটি ইংল্যান্ডের। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে তখন চলছিল ক্রিকেট ম্যাচ। গ্লস্টারশায়ারের বিপক্ষে মুখোমুখি ডারহাম। কিন্তু একটি হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) উড়ে এসে নামতে লাগল পিচের ওপর। তা দেখে তাড়াতাড়ি মাঠ ছেড়ে ডাগআউটে আশ্রয় নেন দু্ই দলের খেলোয়াড়েরা। ফলে কিছু সময়ের জন্য বন্ধ যায় ম্যাচটি।

গ্লস্টারশায়ার তাদের টুইট বার্তায় জানায় পাইলট অনেকটা বাধ্য হয়েই মাঠে নামিয়েছিলেন হেলিকপ্টারটি। এ ঘটনার জন্য পরবর্তীতে গ্রেট ওয়েস্টার্ন এয়ার অ্যাম্বুলেন্স থেকে ক্ষমা চাওয়া হয়। জানা গেছে, মাঠের পার্শ্ববর্তী একটি বাড়ির এক রোগীর জরুরি চিকিৎসার জন্য পাইলট সেখানে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণে বাধ্য হন। অবশ্য, ১৫ মিনিট পরই এয়ার অ্যাম্বুলেন্সটি সেখান থেকে পুনরায় উড্ডয়ন করে। আবার শুরু হয় খেলা।

ক্রিকেট মাঠে আজব ঘটনা ঘটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই অল-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালের একটি ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে গলায় বেল্ট বাঁধা একটি কুকুর। শুধু মাঠে ঢুকেই ক্ষান্ত হয়নি এটি। বল মুখে তুলে নিয়ে দৌড়াতে থাকে কুকুরটি। এরআগে সিপিএলের চলতি আসরেও একটি ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে মোরগ ঢুকে পড়ে। তবে ম্যাচ চলাকালীন হেলিকপ্টার নামার ঘটনা এটাই প্রথম। সূত্র: বিবিসি

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে