মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। কোচ তিতের দলে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আট ফুটবলার। তারা হলেন— অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড, ও রাফিনিয়া।

ইংলিশ লিগে খেলা এই আট খেলোয়াড়কে চলতি মাসে কোচ তিতে দলে ডেকেছিলেন। কিন্তু করোনাভাইরাস জনিত কারণে ক্লাবগুলো তাদের ছাড়েনি। ডাক পাওয়া সেই আটজনকেই ফের দলে রাখলেন তিতে।

বিশ্বকাপ বাছাইয়ে ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে ব্রাজিল। এর তিন দিন পর অ্যাওয়ে ম্যাচে সেলেসাওরা মুখোমুখি হবে কলম্বিয়ার। ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। বাছাইপর্বের তালিকায় ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনা তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে।

ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (ইন্তারন্যাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ)।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে