মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একসময় বিশ্বের দলগুলো পাকিস্তানের পেছনে ছুটবে: আকরাম

যাযাদি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর নির্বাসিত ক্রিকেট দেশে ফেরাতে কম লড়াই করতে হয়নি পাকিস্তানকে। ছয় বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আয়োজন করলেও দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলেছিল শ্রীলঙ্কাকে স্বাগত জানিয়ে। সম্প্রতি নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের সফর বাতিল করার ঘটনা পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এমন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের তাদের জাতীয় দলকে সমর্থনের আহ্বান জানালেন লিজেন্ডারি পেসার ওয়াসিম আকরাম।

নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলে হতাশ আকরাম। এমন সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ জানালেন তিনি, ‘আমি জানি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তাদের সফর বাতিল করায় আপনারা সবাই খুব হতাশ হয়েছেন, বিশেষ করে একেবারে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফরটি বাতিল করার কারণে। আমিও একইরকম হতাশ, সমান দুঃখ পেয়েছি। কিন্তু জীবনকে এগিয়ে নিতে হবে। আমাদের চেয়ারম্যান রমিজ রাজা যেমনটা বলেছেন, পাকিস্তানকে সমর্থন করুন। বিশ্বকাপের জন্য যে দল তারা বাছাই করেছেন, তাদের সমর্থন করুন।’

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এই হতাশা ব্যক্ত করেন আকরাম। তার মতে, পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে কেউ সমালোচনা করতে চাইলে তাদের বাধা দেওয়ার দরকার নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমালোচনা না করার আহ্বান তার। সাবেক অধিনায়ক একই সঙ্গে মতামত দিলেন, যদি কোনো দল পাকিস্তানে গিয়ে না খেলে তাদের জোর করার কিছু নয়। তবে তার বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পারফর্ম করলে সবকিছু পাল্টে যাবে।

আকরাম বললেন, ‘প্রয়োজন যদি পড়ে তাহলে আমরা পরে তাদের সমালোচনা করব এবং সমাধানও বের করব। কিন্তু এখন আমাদের সবাইকে একসঙ্গে একই কাতারে দাঁড়িয়ে আমাদের দলকে সমর্থন দেওয়া প্রয়োজন। কোনো দল যদি না আসতে চায়, তাহলে তাদের জোর করার কিছু নেই। কিন্তু আমাদের দল যদি ভালো পারফর্ম করে, বিশ্বের সব দলই পাকিস্তানের পেছনে ছুটবে। পাকিস্তান দলের জন্য অনেক শুভকামনা। আমরা সবাই তোমাদের পেছনে আছি।’

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে