​ সবার আগে কাতার বিশ্বকাপে জার্মানি

প্রকাশ | ১২ অক্টোবর ২০২১, ০৯:২৮

যাযাদি ডেস্ক

 

কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে সবার আগে নিজেদের স্থান নিশ্চিত করলো জার্মানি। সোমবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নর্থ মেসেডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। পাশাপাশি রোমানিয়ার কাছে হেরেছে আর্মেনিয়া।

 

যার সুবাদে বাছাইপর্বের জে গ্রুপ থেকে নিজেদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলেছে জার্মানরা। আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে আগে থেকেই নিশ্চিত ছিলো স্বাগতিক কাতারের অংশগ্রহণ। তাদের খেলতে হচ্ছে না বিশ্বকাপ বাছাইও। বাছাইয়ের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

চলতি বছরের মার্চে নিজেদের ঘরের মাঠেই নর্থ মেসেডোনিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছিলো জার্মানি। বাছাইপর্বে এখন পর্যন্ত জার্মানির একমাত্র পরাজয় এটি। সেই হারের বদলা সুদে-আসলেই নিয়েছে ইউরোপের শক্তিশালী দলটি। মেসেডোনিয়ার মাঠে গিয়ে গুনে গুনে দিয়েছে এক হালি গোল।

 

সোমবার রাতের ম্যাচটিতে বাড়তে পারতো আরও। কিন্তু দুর্দান্ত কিছু সেভ দেন মেসেডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রভস্কি, পাশাপাশি বাধা হয়ে দাঁড়ায় বার পোস্টও। যে কারণে প্রথমার্ধে কোনো গোলই পায়নি জার্মানি। দ্বিতীয়ার্ধেই ৩৩ মিনিটের ব্যবধানে চারবার প্রতিপক্ষের জাল কাঁপায় তারা।

 

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্যই ছিলো থমাস মুলার, টিমো ওয়ের্নার, লিওন গোরেৎজকাদের। ম্যাচের ৭৫ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। অন্তত ২৪টি শট করে গোলের জন্য, যার মধ্যে ১০টিই ছিলো লক্ষ্য বরাবর। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একবার জার্মান গোলরক্ষককে লক্ষ্য বরাবর শট দিতে পেরেছে মেসেডোনিয়া।

 

একের পর এক গোল মিসের হতাশাময় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে সময় লাগেনি জার্মানির। ম্যাচের ৫০ মিনিটের সময় প্রথম গোলটি করেন কাই হাভার্জ। প্রথমে সার্জি জিনাব্রি বল রিসিভ করেন মুলার। কিন্তু জায়গা কম দেখে বল ছেড়ে দেন হাভার্জের কাছে। বাকি কাজ সহজেই সারেন চেলসির তরুণ তারকা।

 

 

পরে ৭০ থেকে ৭৩ মিনিটের মধ্যে দুইবার স্কোরশিটে নাম তোলেন ওয়ের্নার। তার প্রথম ও ম্যাচের দ্বিতীয় গোলেও ছিলো মুলারের এসিস্ট। আর স্কোরলাইন ৩-০ করা গোলের পাস দেন ফ্লোরিয়ান ভিরৎজ। দর্শনীয় দুই গোলে জার্মানির জয় প্রায় নিশ্চিত করে দেন চেলসির ফরোয়ার্ড।

 

এর খানিক পর ওয়ের্নারকে উঠিয়ে জামাল মুসিয়ালাকে নামান জার্মান কোচ। প্রতিদান দিতে সময় নেননি মুসিয়ালা। ম্যাচের ৮৩ মিনিটের সময় করিম আদেয়মির পাস থেকে নর্থ মেসেডোনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বায়ার্ন মিউনিখে খেলা এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে এটিই তার প্রথম গোল।

 

এই সহজ জয়ের সুবাদে আট ম্যাচে জার্মানির পয়েন্ট হয়েছে ২১। সমান ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে দুই নম্বরে থাকা রোমানিয়ার। ফলে এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিতের মাধ্যমে বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছে জার্মানি। এখন প্লে-অফে খেলার জন্য দুই নম্বর স্থান দখলের লড়াইয়ে থাকবে আর্মেনিয়া, রোমানিয়ারা।

 

উল্লেখ্য, ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। এছাড়া ১০ গ্রুপের রানার্সআপ ও নেশনস লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে খেলবে ১২ দলের প্লে-অফ। সেখান থেকে ইউরোপের আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

 

যাযাদি/এসএইচ