শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ বল হাতে আত্মবিশ্বাসী রামপল

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২১, ১৪:৩৪

স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার লড়াই দিয়ে রবিবার বিকেলে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের। রাতে স্কটল্যান্ডের বিপক্ষে মূল পর্বে ওঠার লড়াইয়ে টাইগাররাও শুরু করবে বিশ্বকাপ মিশন। দুটো খেলাই হবে ওমানের মাস্কাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই রানা জল্পনা-কল্পনা চলছে ক্যারিবীয়দের নিয়ে। এই দলে প্রায় ছয় বছর পর যোগ দিচ্ছেন রবি রামপল। তিনি কোলপাক চুক্তিতে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। চার বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এই মৌসুমে ফিরে ত্রিনবাগো নাইট রাইডার্স পেসার রেখেছেন দারুণ ছাপ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দ্যুতি ছড়াতে চান রামপল। নিজেকে উজার করে দিবেন পাওয়ার প্লে ও স্লগ ওভারের মতো কঠিন ওভারগুলোতে।

সিপিএলের এই আসর শেষ করেছেন শীর্ষ উইকেটশিকারি হিসেবে। ১৬.২১ গড়ে নেওয়া ১৯ উইকেটের মধ্যে ১৪টি পেয়েছেন পাওয়ার প্লে ও শেষের দিকের ওভারে। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী রামপল, ‘ওয়েস্ট ইন্ডিজের জন্য অবশ্যই (শুরু আর শেষের দিকে বোলারের ভূমিকায় নিজেকে দেখছি)। টি-টোয়েন্টি ক্রিকেটের তিনটি ক্ষেত্রে অনেক বোলিং অনুশীলন করেছি আমি এবং যে পরিস্থিতিতেই ওয়েস্ট ইন্ডিজের জন্য আমাকে খেলতে হোক, আমি আমার সেরাটা করতে চেষ্টা করব।’

২০০০ সালে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার পর থেকে রামপলের মধ্যে দারুণ সম্ভাবনা দেখা গেছে। কিন্তু ইনজুরি ও ফিটনেস ইস্যুতে আলোচিত ছিলেন তিনি, ‘যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বুঝতে পারি পারফর্ম করার জন্য আমার শরীরের কী দরকার। শুরুর দিকে আমি বুঝতাম না এসব, প্রতিদিন ক্রিকেট খেলতে চাইতাম।’ আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে