শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাঈম-লিটনের মতো ক্যাচ তুলে সাজঘরে মুশফিক

যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২১, ১৭:০৬

মোহাম্মদ নাঈম ও লিটন দাসের মতো ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহমি। দলীয় ৭২ রানে ফেরেন তিনি।

ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ম্যাচে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস।

১০.২ ওভারে দলীয় ৭২ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। প্রথম ম্যাচে ৬ রান করা এ তারকা ব্যাটসম্যান এদিন ফেরেন মাত্র ৫ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে আজও জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে