শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫৫ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২১, ২১:২৩

ক্রিস গেইল, ডোওয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই বড় ধাক্কা খেল। মাত্র ৫৫ রানে অল আউট হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার (২৩ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর উইন্ডিজদের ব্যাট করতে পাঠায় ইংলিশরা।

পরিকল্পনা অনুযায়ী দলকে সফলতা এনে দিতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের বোলাররা।

দলের হয়ে সবচেয়ে বেশি রান এসেছে গেইলের ব্যাট থেকে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বল খেলে ১৩ রান তুলেছেন টি-টোয়েন্টির সবচেয়ে সফলতম এই ব্যাটার।

৫ বলে ৬ রান তুলেন ওপেনার এভিন লুইস। লেন্ডল সিমন্স ৭ বলে করেছেন ৩ রান। ৯ রান করতে সমান সংখ্যক বল খেলেছেন শিমরন হেটমায়ার।

অন্যদিকে ডোয়াইন ব্রাভো ৫ বলে ৫, নিকোলাস পুরান ৯ বলে ১ ও অধিনায়ক কাইরন পোলার্ড ১৪ বলে ৬ রান তুলেন।

দুই বল খেলে রানার খাতা না তুলেই মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। প্রথম বলেই শূন্য হাতে ফেরেন ওবে ম্যাককয়।

দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো খেলতে নেমে রবি রামপল ৮ বলে ১ রান করেন। ১৩ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন আকিল হোসেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে