বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​ সাকিব-মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় লঙ্কানরা

যাাযাদি ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২১, ১৪:২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আইপিএলে খেলার কারণে শারজাহর আচরণ বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কাছে বেশ সহজবোধ্য। লঙ্কান দলের মূল টার্গেট তাই বাংলাদেশের এই দুই ক্রিকেটারই। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অকপটেই বলেছেন, ভালো লড়াই হতে পারে ম্যাচে। স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ দলেরর সাকিব-মুস্তাফিজকেই নিজেদের জন্য হুমকি মনে করছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি, কাল ভালো একটি ম্যাচ হবে।’

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে