শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডকে বিদ্রুপ করে যা বললেন শোয়েব আখতার

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২১, ১০:৩০

নিরাপত্তার অজুহাত তুলে পাকিস্তানে গিয়েও সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে হারিয়ে সেই অপমানের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।

সে সময় কিউদের সিরিজ বাতিল করার বিষয়টি মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। কিউইদের এমন সিদ্ধান্তের পর ইংল্যান্ডও একই অজুহাতে পাক সফর বাতিল করে।

এ নিয়ে ক্ষোভ ঝেড়ে শোয়েব আখতার মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তান ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড।’ শারজায় সেই অপমানের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ শুরু আগেই কিউইদের নিয়ে বিদ্রুপ করেন শোয়েব আখতার।

‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ টুইটারে পোস্ট করে পাকিস্তানি সমর্থকদেরকে বলেন, ‘আমি পাকিস্তানি সমর্থদের খুব আন্তরিকভাবে অনুরোধ করবো, তারা গ্যালারি হোক কিংবা যে কোনো জায়গায়, যেন চুপ থাকে। কোনোভাবেই যেন কোনো অযৌক্তিক আনন্দ উদযাপন না করে। কারণ, মাঠের মধ্যে অধিক আওয়াজের কারণে হয়তো নিউজিল্যান্ড ম্যাচটি বাতিল করে দিতে আবেদন জানাতে পারে। যদিও বা সেখানে কোনো নিরাপত্তা সমস্যা না থাকে!’

শারজায় নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানোর পর আরেক টুইটে শোয়েব লিখেছেন, ‘ভিন্ন জয়, ভিন্ন স্বাদের। ব্যাটিং লাইনআপের গভীরতা নিখুঁত খেলা দেখিয়েছে। মাশআল্লাহ। ছেলেরা এগিয়ে যাও সাহসের সাথে। হারিস, মালিক, আসিফ কেয়া বাত হ্যায়।’

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে