​ বাবরকে বোকা বানিয়ে সাজঘরে পাঠালেন মিরাজ

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১১:২৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ১১:২৫

যাযাদি ডেস্ক

 

বাংলাদেশ সফরটা একদমই ভালো কাটছে না সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ব্যর্থতার পর এবার টেস্ট সিরিজেও প্রথম ইনিংসে বড় কিছু করতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক। তাকে অল্পেই সাজঘরে পাঠালেন মেহেদি হাসান মিরাজ।

 

পাকিস্তানের ইনিংসের ৭৩তম ওভারে আক্রমণে ছিলেন মিরাজ। দ্বিতীয় বলেই তাকে বাউন্ডারি হাঁকান বাবর, পৌঁছে যান ব্যক্তিগত ১০ রানে। তবে এক বল পর প্রতিশোধ নিয়ে নেন বাংলাদেশের অফস্পিনার। সরাসরি বোল্ড করে ১০ রানেই বাবরের বিদায়ঘণ্টা বাজান তিনি।

 

অফস্ট্যাম্পের বাইরে পিচ করা ডেলিভারিটি পেছনে পায়ে আলতো ডিফেন্স করতে চেয়েছিলেন বাবর। কিন্তু সেই বলটি টার্ন না করা সোজা চলে যায় বাবরের ব্যাটের বাইরের কানা দিয়ে, সোজা আঘাত হানে অফস্ট্যাম্পে। আনন্দ উল্লাসে মাতে বাংলাদেশ দল।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২.৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৯ রান। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে ১০৭ রানে অপরাজিত রয়েছেন ডানহাতি ওপেনার আবিদ আলি। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অভিজ্ঞ ফাওয়াদ আলম।

 

যাযাদি/এসএইচ