​ বৃষ্টি শেষে মিরপুরে খেলা শুরু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:২০

যাযাদি ডেস্ক

 

চলমান মিরপুর টেস্টে আজ (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকেই বৃষ্টি বাগড়া দেয়। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। অবশেষে ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। বৃষ্টি বন্ধ হয়েছে এবং ধীরে ধীরে মিরপুরের আকাশ থেকে মেঘ সরে যেতে শুরু করেছে। এরই মধ্যে খেলাও শুরু হয়েছে।

 

এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৭০ রান। এর মধ্যে ৬৪ রান নিয়ে ব্যাট করছেন পাক অধিনায়ক বাবর আজম ও ৪১ রানে অপরাজিত আজহার আলি।

 

তার আগে প্রথমদিন মোট ৫৭ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা। এরপর চা বিরতিতে যায় উভয় দল। বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। তার আগে ৩৬ রানে ব্যাট করছিলেন আজহার আলি ও ৬০ রানে অপরাজিত বাবর আজম। তারা আজ আবার ব্যাটিংয়ে নেমেছে।

 

প্রথমদিন বাংলাদেশের একমাত্র সফল বোলার ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তার শিকার হয়েছেন।

 

যাযাদি/এসএইচ