শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন কনওয়ে

যাযাদি ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২২, ১২:২৯

নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে টেস্ট ক্রিকেটের বিস্ময়। কিউই রান মেশিন বলা হচ্ছে তাকে।সাদা জার্সি পরে মাঠে নামলে বড় ইনিংস খেলতেই হবে তাকে। বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সোমবার ৯৯ রান নিয়ে মাঠে নামেন। নেমেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান।

অবশ্য তার আগে গতকালই ইতিহাসে নাম লেখান কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

৩০ বছর বয়সি কনওয়ে এ মুহূর্তে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। কনওয়ে আজ আউট হয়েছেন ১০৯ রানে। মিরাজের চতুরতায় রানআউট হন তিনি। এত কম টেস্ট খেলেই কনওয়ে ৫১৪ রান জমা করে ফেলেছেন। তার গড় ইর্ষণীয়, ৬৪.২৫। স্ট্রাইকরেট ৫০ এর বেশি।

কনওয়ে অভিষেক টেস্টে লর্ডসের বিপক্ষে করেন ২০০ রান। পরের টেস্টেই এজবাস্টনে খেলেন ৮০ রানের ইনিংস। এর পর সাউদাম্পটনে ভারতের বিপক্ষে করেন ৫৪ রান। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১২২ রানের অনবদ্য ইনিংস। আজ ক্রাইস্টচার্চে থামলেন ১০৯ রানে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে