করোনায় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে স্থগিত

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২২, ১২:৫৩

যাযাদি ডেস্ক

 

করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড আয়ারল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজেও তাদের ক্যাম্পে ঢুকল প্রাণঘাতী এই ভাইরাস। তাতে মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হলো স্থগিত। এর আগে একই কারণে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ বাতিল হয়।

 

ক্যারিবিয়ান দ্বীপে সফরকারী দলের পাঁচ সদস্য করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। মাঠে নামার মতো অবস্থায় নেই দল। তাই দুই বোর্ডের যৌথ সম্মতিতে ম্যাচটি স্থগিত করা হয়। ১৪ জানুয়ারি তৃতীয় ওয়ানডে হওয়ার কথা। সিরিজে ১-০ তে পিছিয়ে আয়ারল্যান্ড।

 

সিরিজটি সম্পূর্ণ করতে সম্ভাব্য সব উপায় খুঁজে বের করার চেষ্টায় দুই দেশের ক্রিকেট বোর্ড। তারা এক যৌথ বিবৃতি দিয়েছে, ‘১১ জানুয়ারি মঙ্গলবার স্যাবিনা পার্কে নির্ধারিত দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। আয়ারল্যান্ড দলের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত এবং তারা আইসোলেশনে আছেন। সিডব্লিউিই ও সিআই ম্যাচটি আবারো খেলার ব্যাপারে আলোচনা করছে এবং সিরিজ সম্পূর্ণ করার সম্ভাব্য সব উপায় খুঁজে বের করতে কাজ করছে।’

 

যাযাদি/এসএইচ