​ বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, দেখে নিন

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২২, ১২:৫১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২, ১৩:১৪

যাযাদি ডেস্ক

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

এদিকে, বিপিএলের প্রকাশিত সূচিতে কিঞ্চিৎ পরিবর্তন আনা হয়েছে। তবে ম্যাচের তারিখ পরিবর্তন হয়নি। খসরা সূচিতে শুক্রবার ব্যতীত অন্য দিনগুলোতে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর কথা ছিল। চূড়ান্ত সূচিতে শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। সপ্তাহের বাকি ৬ দিন প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায় শুরু হবে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভৈন্যু তিনটি। ঢাকার সঙ্গে থাকছে চট্টগ্রাম ও সিলেট।

একনজরে বিপিএলের চূড়ান্ত সূচি

 

                    তারিখ      -         ম্যাচ         -         ভেন্যু      -     সময়

২১ জানুয়ারি - চট্টগ্রাম বনাম বরিশাল  -   ঢাকা   -    দুপুর দেড়টা

২১ জানুয়ারি  খুলনা বনাম ঢাকা            ঢাকা       সন্ধ্যা সাড়ে ৬টা

২২ জানুয়ারি  কুমিল্লা বনাম সিলেট       ঢাকা       দুপুর সাড়ে ১২টা

২২ জানুয়ারি  চট্টগ্রাম বনাম ঢাকা         ঢাকা       বিকাল সাড়ে ৫টা

২৪ জানুয়ারি  বরিশাল বনাম ঢাকা        ঢাকা       দুপুর সাড়ে ১২টা

২৪ জানুয়ারি   চট্টগ্রাম বনাম খুলনা      ঢাকা       সন্ধ্যা সাড়ে ৬টা

২৫ জানুয়ারি   সিলেট বনাম ঢাকা        ঢাকা        দুপুর সাড়ে ১২টা

২৫ জানুয়ারি   কুমিল্লা বনাম বরিশাল   ঢাকা         বিকাল সাড়ে ৫টা

২৮ জানুয়ারি   চট্টগ্রাম বনাম খুলনা     চট্টগ্রাম     দুপুর দেড়টা

২৮ জানুয়ারি   সিলেট বনাম ঢাকা       চট্টগ্রাম     সন্ধ্যা সাড়ে ৬টা

২৯ জানুয়ারি   খুলনা বনাম বরিশাল     চট্টগ্রাম     দুপুর সাড়ে ১২টা

২৯ জানুয়ারি    চট্টগ্রাম বনাম সিলেট   চট্টগ্রাম     বিকাল সাড়ে ৫টা

৩১ জানুয়ারি   চট্টগ্রাম বনাম কুমিল্লা    চট্টগ্রাম     দুপুর সাড়ে ১২টা

৩১ জানুয়ারি   খুলনা বনাম বরিশাল      চট্টগ্রাম     বিকাল সাড়ে ৫টা

১ ফেব্রুয়ারি    কুমিল্লা বনাম ঢাকা         চট্টগ্রাম     দুপুর সাড়ে ১২টা

১ ফেব্রুয়ারি    চট্টগ্রাম বনাম বরিশাল    চট্টগ্রাম     বিকাল সাড়ে ৫টা

৩ ফেব্রুয়ারি    খুলনা বনাম সিলেট       ঢাকা         দুপুর সাড়ে ১২টা

৩ ফেব্রুয়ারি    চট্টগ্রাম বনাম কুমিল্লা    ঢাকা         বিকাল সাড়ে ৫টা

৪ ফেব্রুয়ারি    সিলেট বনাম বরিশাল     ঢাকা         দুপুর দেড়টা

৪ ফেব্রুয়ারি    কুমিল্লা বনাম ঢাকা         ঢাকা        সন্ধ্যা সাড়ে ৬টা

৭ ফেব্রুয়ারি    কুমিল্লা বনাম বরিশাল    সিলেট      দুপুর সাড়ে ১২টা

৭ ফেব্রুয়ারি    খুলনা বনাম সিলেট       সিলেট      বিকাল সাড়ে ৫টা

৮ ফেব্রুয়ারি   চট্টগ্রাম বনাম ঢাকা       সিলেট      দুপুর সাড়ে ১২টা

৮ ফেব্রুয়ারি   সিলেট বনাম বরিশাল    সিলেট      বিকাল সাড়ে ৫টা

৯ ফেব্রুয়ারি   খুলনা বনাম ঢাকা          সিলেট      দুপুর সাড়ে ১২টা

৯ ফেব্রুয়ারি   কুমিল্লা বনাম সিলেট     সিলেট      বিকাল সাড়ে ৫টা

১১ ফেব্রুয়ারি  খুলনা বনাম কুমিল্লা      ঢাকা         দুপুর দেড়টা

১১ ফেব্রুয়ারি  বরিশাল বনাম ঢাকা       ঢাকা       সন্ধ্যা সাড়ে ৬টা

১২ ফেব্রুয়ারি   চট্টগ্রাম বনাম সিলেট   ঢাকা       দুপুর সাড়ে ১২টা

১২ ফেব্রুয়ারি   খুলনা বনাম কুমিল্লা     ঢাকা        বিকাল সাড়ে ৫টা

১৪ ফেব্রুয়ারি     এলিমিনেটর              ঢাকা        দুপুর সাড়ে ১২টা

১৪ ফেব্রুয়ারি     ১ম কোয়ালিফায়ার     ঢাকা        বিকাল সাড়ে ৫টা

১৬ ফেব্রুয়ারি     ২য় কোয়ালিফায়ার     ঢাকা      বিকাল সাড়ে ৫টা

১৮ ফেব্রুয়ারি     ফাইনাল                     ঢাকা        সন্ধ্যা সাড়ে ৬টা

 

 

যাযাদি/ এমডি