ভারতে মেয়েদের টেনিসের অগ্রদূত তিনি। দ্বৈত র্যংকিংয়ে শীর্ষে ছিলেন ৯১ সপ্তাহ। জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্লামও। তবে বয়স ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় ছন্দ হারিয়েছেন সানিয়া মির্জা। মা হওয়া আর করোনার কারণে কোর্টের বাইরেও ছিলেন দীর্ঘদিন। অস্ট্রেলিয়ান ওপেনে নাদিয়া কিচনেকের সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই ৬-৪, ৭-৬ গেমে হারলেন কাজা জুভান-তামার জিদনেস্ক জুটির কাছে।
এর পরই সানিয়ার সিদ্ধান্ত, যথেষ্ট হয়েছে। এই মৌসুম শেষেই টেনিস র্যাকেট তুলে রাখার কথা ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি কোর্টে এটাই আমার শেষ মৌসুম। প্রতি সপ্তাহ ধরে এগোতে চাই। নিশ্চিত নই পুরো মৌসুম খেলতে পারব কি না, তবে চেষ্টা করব।’
সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন সানিয়া। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তার। শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে। সানিয়ার সবচেয়ে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd